Home সর্বশেষ ভালো বীজ চেনার উপায় জেনে নিন

ভালো বীজ চেনার উপায় জেনে নিন

by life policy
ভালো বীজ চিনবেন যে সকল উপায়ে

আমাদের দেশ তথা সারা বিশ্বেই অর্থনীতির মূল চালিকা শক্তি একমাত্র কৃষি। তবে যে কোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে উপকরণটি রয়েছে। তা হলো হচ্ছে বীজ।

আর আমাদের এই কৃষি নির্ভর দেশের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ এবং দারিদ্র লাগবের জন্য প্রয়োজন উন্নতমানের প্রত্যায়িত বীজ ব্যবহার। যার মাধ্যমে চাষযোগ্য ফসলের উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি করা সম্ভব হতে পারে।

এদিকে উন্নতমানের প্রত্যায়িত বীজ নিয়ে কৃষি বিজ্ঞানীদের গবেষণায় দেখা যায়, একই ব্যবস্থাপনায় কেবল ভালো মানসম্পন্ন প্রত্যায়িত ভালো বীজ ব্যবহারের মাধ্যমে শতকরা ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বর্ধিত ফলন পাওয়া যেতে পারে।

আর ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় কৃষি উপকরণের মাধ্যমটিই হলো বীজ। অর্থাৎ, ভালো বীজ হচ্ছে ফসল উৎপাদনের মূল প্রাণ এবং চিরন্তন সত্য হচ্ছে এই যে, ভালো বীজে ভালো ফসল উৎপাদন। আর ফসল উৎপাদনের ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই।

এজন্যই যে কোনো বীজ ক্রেতা বা বিক্রেতা, বীজ ব্যবসায়ীসহ কৃষকদের জানতে হবে যে, ভালো বীজ তথা মানসম্পন্ন প্রত্যায়িত বীজের গুণাবলী আর তা চেনার উপায় সম্পর্কে।

নিম্নে লিখিত টিপসে জেনে নিন ভালো বীজ চিনবেন যেভাবে-

১. বীজ যে কোনো জাতের-ই হোক না কেনো সেই জাতের নির্দিষ্ট গুণাবলী অবশ্যই থাকা দরকার। তবে, জাতীয় বীজ র্বোডের অনুমোদিত বীজ মান অনুসারে একটি ভালো বীজের বিশুদ্ধতা হতে হবে কেবলই ৯৬% হতে ৯৯% ভাগ।

২. তবে ভালো বীজ হিসেবে উপকরণটি হতে হবে সব ধরনের মিশ্রণ মুক্ত। অর্থাৎ, একটি ভালো বীজের মধ্যে কোনো প্রকার জড় পদার্থ, আগাছার বীজ বা অন্য ফসলের এমনকি অন্য জাতের মিশ্রণের উপস্থিতি থাকা যাবে না। তাছাড়া অন্য ফসলের বীজ কিংবা আগাছার বীজ সেখানে থাকবে না।

৩. বিশুদ্ধ এবং ভালো বীজ অবশ্যই রোগ জীবাণুমুক্ত আর ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ মুক্ত হতে হবে।

৪. ভালোবীজ মানেই উচ্চ অংকুরোদগম ক্ষমতা সম্পন্ন বীজ। অর্থাৎ, অংকুরোদগম ক্ষমতা হতে হবে ৮৫% কিংবা তারও ওপরে।

৫. নির্দিষ্ট ফসলের নির্দিষ্ট জাতের সব বীজ প্রায় একই আকারের পুষ্ট বীজ হতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিপক্ব থাকতে হবে।

৬. ভালো বীজের ক্ষেত্রে জীবনীশক্তি এবং বীজের স্বাভাবিক উজ্জ্বল রঙ থাকতে হবে।

You may also like

Leave a Comment